ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসবি কনস্টেবল জিডি নিয়োগ 2022 আবেদন করুন – SSB Constable GD Recruitment 2022

SSB Constable GD Recruitment 2022
SSB Constable GD Recruitment 2022
Rate this post

[ad_1]

এসএসবি কনস্টেবল জিডি নিয়োগ 2022 আবেদন করুন – SSB Constable GD Recruitment 2022

এসএসবি কনস্টেবল জিডি নিয়োগ 2022 – SSB Constable GD Recruitment 2022: সশস্ত্র সীমা বল বা এসএসবিতে জেনারেল ডিউটি কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা এসএসবির ওয়েবসাইট ssbrectt.gov.in থেকে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে ৩৯৯ জনকে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। স্পোর্টস কোটার মাধ্যমে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। এই পদে আবেদনের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স:

ইচ্ছুকদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:

ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

বেতন

২১,৭০০ টাকা থেকে ৬৯,৭০০ টাকা

আবেদন পদ্ধতি

  • প্রথমেই ssbrectt.gov.in ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • হোমপেজে থাকা উপযুক্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর আবেদনকারীদের আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
  • আবেদন ফি জমা দেওয়ার পর ফর্ম জমা দিতে হবে।
  • ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নথির প্রিন্ট আউট ডাউনলোড করে রাখতে হবে।
  • আবেদনকারীদের এসএসবির ওয়েবসাইটের প্রতি নিয়মিত নজর রাখতে বলা হচ্ছে।
  • বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply