Bengaliportal: ভারতীয় সেনাবাহিনীর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি নাম্বার হল – 10605/11/00001/212.
মোট শূন্য পদঃ- ১০ টি
পোস্টের নামঃ-
- COOK
- WASHERMAN
- BARBER
- SWEEPER
- MESSENGER
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শিক্ষাগত যোগ্যতাঃ-
ম্যাট্রিক/ মাধ্যমিক পাস এবং প্রাসঙ্গিক কাজে জ্ঞান। মেসেঞ্জার পদের জন্য, কম্পিউটারে ডিপ্লোমা এবং টাইপিংয়ের ভাল গতি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন ফিঃ- ১০০ টাকা
আবেদন প্রক্রিয়াঃ- যারা আবেদন করতে চান তাঁরা নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে।
ঠিকানা- Commanding Officer, HQ Eastern Command Signal Regiment, Fort William, Kolkata – 700021,
আবেদনের শেষ তারিখঃ- ২৪/১০/২০২১
অফিসিয়াল ওয়েবসাইটঃ-
আগ্রহী প্রার্থীরা উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।