ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় সেনাবাহিনীর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল

ভারতীয় সেনাবাহিনীর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল
ভারতীয় সেনাবাহিনীর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল
Rate this post

Bengaliportal: ভারতীয় সেনাবাহিনীর একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি নাম্বার হল – 10605/11/00001/212.

মোট শূন্য পদঃ- ১০ টি

পোস্টের নামঃ- 

  1. COOK
  2. WASHERMAN
  3. BARBER
  4. SWEEPER
  5. MESSENGER

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শিক্ষাগত যোগ্যতাঃ-

ম্যাট্রিক/ মাধ্যমিক পাস এবং প্রাসঙ্গিক কাজে জ্ঞান। মেসেঞ্জার পদের জন্য, কম্পিউটারে ডিপ্লোমা এবং টাইপিংয়ের ভাল গতি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:- ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এছাড়া সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

আবেদন ফিঃ- ১০০ টাকা

আবেদন প্রক্রিয়াঃ- যারা আবেদন করতে চান তাঁরা নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে।
ঠিকানা- Commanding Officer, HQ Eastern Command Signal Regiment, Fort William, Kolkata – 700021,

আবেদনের শেষ তারিখঃ- ২৪/১০/২০২১

অফিসিয়াল ওয়েবসাইটঃ-

https://indianarmy.nic.in

আগ্রহী প্রার্থীরা উক্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

Leave a Reply