[ad_1]
ইনিংস শুরু হওয়ার আগেই উইকেট খোয়াতে হতো জিম্বাবোয়েকে। ভারতীয় দল আউটের আবেদন জানায়নি ক্রিকেটের স্পিরিট মেনেই। এমন নাটকীয়ভাবে ইনিংস শুরু হতে পারে,
তা ক্রিকেটপ্রেমীদের পক্ষে অনুমান করা সম্ভব ছিল না। ইনিংসের প্রথম বল করতে গিয়েই দীপক চাহার এমন এক কাণ্ড ঘটিয়ে বসেন, যা রীতিমতো অবাক করে দেয় সকলকে।
হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করেত নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনময়ে ২৮৯ রান তোলে। জয়ের জন্য ২৯০ রানের
লক্ষ্যমাত্রা সামেন নিয়ে পালটা ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। ইনোসেন্ট কাইয়াকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন কাইতানো। ভারতের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। স্ট্রাইকে ছিলেন কাইতানো।
নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন কাইয়া। চাহার প্রথম বল করতে দৌড় শুরু করা মাত্রই নন-স্ট্রাইকার কাইয়া ক্রিজ ছেড়ে এগিয়ে যাওয়ার উপক্রম করেন। বিষয়টা নজর এড়ায়নি চাহারের। তিনি ডেলিভারির আগেই বল স্টাম্পে লাগিয়ে দেন।
Deepak Chahar didn’t Appeal on Mankad
pic.twitter.com/4ihfnljbMl
— Keshav Bhardwaj
(@keshxv1999) August 22, 2022
[ad_2]